Dhaka 5:16 pm, Sunday, 2 April 2023

বালিয়াকান্দিতে বিলে তরুণীর অর্ধগলিত লাশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:17:23 pm, Monday, 7 September 2020
  • / 1442 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বঙ্কুর গ্রামের কানাবিল থেকে সোমবার সকালে অর্ধগলিত এক তরুণীর লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিলের মাঝখানে আবর্জনা দিয়ে ঢাকা ছিল ওই তরুণীর লাশ। সকালে মৎস্য শিকারী বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সুরতহাল করা হয়। লাশটি অর্ধেক গলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তরুণীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা যায়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে জানান, চার পাঁচ দিন পানির মধ্যে থাকলে এসব আলামত থাকেনা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিলে তরুণীর অর্ধগলিত লাশ

প্রকাশের সময় : 07:17:23 pm, Monday, 7 September 2020

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বঙ্কুর গ্রামের কানাবিল থেকে সোমবার সকালে অর্ধগলিত এক তরুণীর লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিলের মাঝখানে আবর্জনা দিয়ে ঢাকা ছিল ওই তরুণীর লাশ। সকালে মৎস্য শিকারী বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সুরতহাল করা হয়। লাশটি অর্ধেক গলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তরুণীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা যায়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে জানান, চার পাঁচ দিন পানির মধ্যে থাকলে এসব আলামত থাকেনা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।