পদ্মায় এবার ৪৩ কেজি ওজনের বাঘাইড়
- প্রকাশের সময় : ০৭:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৩২৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ।
সোমবার সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করেন আনন্দ হলদার নামের এক জেলে। এ সময় মাছটি আড়ত থেকে ১১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ। পড়ে তিনি ১৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯শ টাকায় বিক্রি করেছেন।
মোঃ শাহজান শেখ জানান, ভোর রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছটি ধরা পড়ে আনন্দ হলদারের জালে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে বিক্রি করতে আনলে, সে সময় তিনি ১১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকায় মাছটি কিনে নেন। পড়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯শ টাকায় বিক্রি করেছেন।
তিনি আরও জানান, এখন প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে নদীতে এবং মাছ কেনার পর ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্নস্থানের বিক্রি করেন।