রাজবাড়ীর প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী ভাদু সাহার পরলোকগমন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:25:57 pm, Friday, 21 August 2020
- / 1213 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী শহরের পান বাজারে অবস্থিত নির্মল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী নির্মল কুমার সাহা ওরফে ভাদু সাহা (৮৫) বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। রাজবাড়ী পৌর এলাকার ধুঞ্চি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দুপুরে রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রাজবাড়ী শহরের রেঁস্তোরা ও মিষ্টি ব্যবসায়ীরা দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দোকান বন্ধ রেখে তার প্রতি শ্রদ্ধা জানায়।
রাজবাড়ীর ভাদু সাহার চমচম দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। দেশজোড়া এর সুখ্যাতিও রয়েছে বেশ।
Tag :