রাজবাড়ীতে হেরোইন ও নগদ টাকা উদ্ধার ॥ ৩ ভাই বোনসহ গ্রেপ্তার ৪
- প্রকাশের সময় : ০৭:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৩৮৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বুধবার সকালে রাজবাড়ী শহরের ১ নং বেড়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন ও নগদ দুই লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করেছে। এসময় তিন ভাই বোনসহ গ্রেপ্তার করা হয় চারজনকে। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের জামাল মোল্লার স্ত্রী শিলা বেগম, শিলা বেগমের দুই ভাই রবি লাল ও পান্না লাল এবং স্বপন কাজীর ছেলে সেন্টু কাজী। শেষোক্ত তিনজনের বাড়ি গোয়ালন্দের দৌলতদিয়ায়।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হাসান খান জানান, শিলা বেগম, রবি লাল ও পান্না লাল আপন তিন ভাই বোন। প্রায় এক মাস ধরে রাজবাড়ীর বেড়াডাঙ্গায় শিলা বেগমের বাড়িতে থেকে তারা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রবি লাল ও পান্না লালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।