Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রবীণদের জন্য ঢাবির ৪ শিক্ষার্থীর ‘বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রম’

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / ১৪০৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥‘স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছো মোদের অধিকার, আমরা নবীন নিশ্চয় হবো গর্বিত উত্তরাধিকার’-এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন সময়ে এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চার তরুণ মিলে সমগ্র বাংলাদেশ ব্যাপী ‘বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রম’ নামক একটি কার্যক্রম চালু করেছে। দেশব্যাপী বৃদ্ধাশ্রম গুলোতে প্রবীনদের সেবায় তারা এ কার্যক্রমটি পরিচালনা করছেন।

এই কার্যক্রমের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় এর চার শিক্ষার্থী। এরা হলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী, দীপম সাহা, ইমতিয়াজ আহমেদ ও মৃত্তিকা এবং পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অর্ক সাহা।

উদ্যোক্তারা জানান, আমরা চাই না দেশে আর একটিও বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। প্রবীন যেন তাদের শেষ জীবনটা তাদের পরিবারের সাথেই কাটান। বঙ্গবন্ধু আনন্দ আশ্রম প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে দেশে বিদ্যমান বৃদ্ধাশ্রমগুলোতে প্রবীনরা যাতে এসে আনন্দের সাথে এবং নিজেদের মত করে সময় কাটাতে পারেন। আমরা চাই তাদের সঙ্গ দিতে, তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে। তাদের গল্পের শ্রোতা হতে।

এই কার্যক্রমের প্রধান ঊপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে মঙ্গলবার এ সংগঠনের পক্ষ থেকে প্রবীণদের জন্য খাদ্য সহায়তা, মেডিকেল চেকআপ ও বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। তুলে ধরা হয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।

এ উপলক্ষে দৌলতদিয়ায় ফকীর আব্দুল জব্বার ও ফকীর আব্দুল মান্নান অসহায় বৃদ্ধ ও কন্যা শিশু কল্যাণ কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, কেকেএস’র উপদেষ্টা শামীমা আক্তার মুনমুন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ চন্দ্র পাল, কেকেএস’র প্রকল্প কর্মকর্তা ফকির আমজাদ হোসেন প্রমূখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবীণদের জন্য ঢাবির ৪ শিক্ষার্থীর ‘বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রম’

প্রকাশের সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

জনতার আদালত অনলাইন ॥‘স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছো মোদের অধিকার, আমরা নবীন নিশ্চয় হবো গর্বিত উত্তরাধিকার’-এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন সময়ে এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চার তরুণ মিলে সমগ্র বাংলাদেশ ব্যাপী ‘বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রম’ নামক একটি কার্যক্রম চালু করেছে। দেশব্যাপী বৃদ্ধাশ্রম গুলোতে প্রবীনদের সেবায় তারা এ কার্যক্রমটি পরিচালনা করছেন।

এই কার্যক্রমের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় এর চার শিক্ষার্থী। এরা হলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী, দীপম সাহা, ইমতিয়াজ আহমেদ ও মৃত্তিকা এবং পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অর্ক সাহা।

উদ্যোক্তারা জানান, আমরা চাই না দেশে আর একটিও বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। প্রবীন যেন তাদের শেষ জীবনটা তাদের পরিবারের সাথেই কাটান। বঙ্গবন্ধু আনন্দ আশ্রম প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে দেশে বিদ্যমান বৃদ্ধাশ্রমগুলোতে প্রবীনরা যাতে এসে আনন্দের সাথে এবং নিজেদের মত করে সময় কাটাতে পারেন। আমরা চাই তাদের সঙ্গ দিতে, তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে। তাদের গল্পের শ্রোতা হতে।

এই কার্যক্রমের প্রধান ঊপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে মঙ্গলবার এ সংগঠনের পক্ষ থেকে প্রবীণদের জন্য খাদ্য সহায়তা, মেডিকেল চেকআপ ও বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। তুলে ধরা হয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।

এ উপলক্ষে দৌলতদিয়ায় ফকীর আব্দুল জব্বার ও ফকীর আব্দুল মান্নান অসহায় বৃদ্ধ ও কন্যা শিশু কল্যাণ কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, কেকেএস’র উপদেষ্টা শামীমা আক্তার মুনমুন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ চন্দ্র পাল, কেকেএস’র প্রকল্প কর্মকর্তা ফকির আমজাদ হোসেন প্রমূখ।