ভয়াল আগস্ট”——- মোঃ শহিদুল হুদা,
- প্রকাশের সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৭১৬ জন সংবাদটি পড়েছেন
পনর-আগস্ট তুমি স্বাধিকার,
করুণ আর্তনাদ।
পনর-আগস্ট তুমি বাঙালীর-
সুপ্ত এক কালিমা।
পনর-আগস্ট তুমি বাঙালী-
চেতনার গুপ্ত ঘাতক।
পনর-আগস্ট তুমি সমগ্র-
বিশ্বের করুণ এক যন্ত্রণা।
পনর-আগস্ট তুমি বাঙালী-
জাতির অকল্পনিয় এক ইতিহাস।
পনর-আগস্ট তুমি যাকে নিয়ে গেছো-
না ফেরার দেশে।
সে তো সাধারণ কেউ নও।
সে তো এক অসাধারণ ঐতিহাসিক-
সংগ্রামী স্বাধীন চেতা সংগ্রামী–
মহা-নায়ক,মহা-মানব।
যার প্রেরণা যার ঐতিহাসিক-”
হৃদয় বিদির্ণ করা কথা মালা—
বাঙালী জাতিকে দিয়ে ছিলো—
স্বাধীকারের দিক নির্দেশনা।
সারা বিশ্ব সে দিন ফিরে-“-
পেয়ে ছিলো সংগ্রামের নতুন চেতনা।
যার অমৃত্য সুধা পানে—-
বাঙালী পেয়ে ছিলো মুক্তির সংগ্রামের—-
নব উল্লসিত উদ্দীপনা।
সে ভয়ে ভিতু হয়ে কিছু বাঙালী—-
নামধারী রক্তো পিপাসু নরঘাতক
বুলেটের আঘাতে করে ছিলো রক্ত পাত।
মহা-মানব জাতির স্বপ্নদ্রষ্টা তুমি—-
তাই ভুলি নাই আজও সেই ভয়াল রাত।
হে মহা-বিশ্বখ্যাত নন্দিত নেতা—
শয়নে স্বপ্নে সারা বিশ্বোই মনে রেখেছে—
তোমার অকুতভয় সংগ্রামী সব—-
বলে যাওয়া বাংলামায়ের ভালবাসার কথা।
বাঙালী জাতির পিতা তুমি থাকবে চিরকাল
যত দিন বহমান থাকবে পদ্মা,মেঘনা,যমুনার,
কলতান।
দৃশ্যমান না থাকলেও তুমি বাঙালী মনে—-
চিরভাস্বর তুমি তুমি চির অম্লান—
তুমি ছিলে,তুমি আছো,তুমি থাকবে—-
বিশ্বের সব ইতিহাসে।
তুমি অমৃতসুধা বাঙালী তথা—
সারা বিশ্ব মানবতার কাছে।
লেখক: অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক
রূপালী ব্যাংক লিমিটেড
রাজবাড়ী শাখা