রাজবাড়ীতে এখনও বিপাকে বানভাসি মানুষ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১২৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বেশ কয়েকদিন ধরে পদ্মার পানি কমতে থাকায় নি¤œাঞ্চলে বসবাসরত কিছু কিছু মানুষের বাড়ি ঘর থেকে পানি নেমে গেছে। তবে এখনও অনেক বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে আছে। যাদের বাড়ি থেকে পানি নেমেছ সেসব জায়গায় কাদায় পরিপূর্ণ অবস্থা।
এখনও বন্যা কবলিত মানুষ রান্না, গবাদিপশু ও শিশুদের নিয়ে ভীষণ বিপাকে রয়েছেন। অনেকে এখনও কাজকর্ম না পেয়ে বেকার বসে আছেন।
চলতি বন্যায় জেলার প্রায় ১২ হাজার হাজার বিঘা জমির ফসল বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে তাদের পরিবারের খাদ্য সংকট, গবাদিপশুর খাদ্য সংকট সহ বিভিন্ন সমস্যায় রয়েছেন। প্রায় ৬ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে এ দীর্ঘ মেয়াদী বন্যায়। বন্যার পানি বেশি দিন স্থায়ী হওয়ায় ভোগান্তির পরিমাণও ছিল বেশি। রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৭ সে.মি. কমেছে।
Tag :