র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৪৩৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রোববার দুপুরে ফরিদপুরের সালথা থানার মিরের গট্টি গ্রামে অভিযান চালিয়ে ২৩০ গ্রাম গাঁজা সহ শেখ শামসু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মৃত শেখ মোন্তাজের ছেলে।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক দেবাশীষ কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Tag :