বালিয়াকান্দিতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৩৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ি গ্রামে মঙ্গলবার বিকেলে বজ্রপাতে দীপক কুমার সরকার (২২) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মৃত কুমোদ সরকারের ছেলে। বালিয়াকান্দি ডিগ্রী কলেজের ¯œাতকের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, দীপক লেখাপড়ার পাশাপাশি নিজেদের ক্ষেতেও কাজ করতেন। মঙ্গলবার বিকেলে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্র্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগেও ওই এলাকায় দুইজন বজ্রপাতে মারা গেছে। শিগগির তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।
Tag :