গৃহবধূকে ২ মাস আটকে রেখে ধর্ষণে অভিযুক্তদের শাস্তি দাবি রাজবাড়ী মহিলা পরিষদের
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৩৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকার এক গৃহবধূকে দুই মাস আটকে রেখে ধর্ষণ ও সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজবাড়ী মহিলা পরিষদ।
রোববার সংগঠনটির পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ দাবিতে স্মারকলিপি দেয়া হয়।
রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের প্রহ্লাদ মন্ডল ওই গৃযহবধূকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
Tag :