রাজবাড়ীতে এক হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
- প্রকাশের সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহ্লাদিপুর এলাকা থেকে এক হাজার পাঁচ পিচ ইয়াবাসহ মোহাম্মদ শাহ নামে এক রোহিঙ্গাকে আাটক করেছে। সে মিয়ানমারের বছিদহ জেলার মুন্ডু থানার আব্দুল কাদেরের ছেলে। তার বর্তমান ঠিকানা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জামতলী।
র্যাব সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদিপুর এলাকায় ইয়াবা কেনা বেচা হচ্ছে – গোপন সূত্রে এমন খবর পেয়ে রাত ১১ টার দিকে সেখানে অভিযান মোহাম্মদ শাহকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, আটক রোহিঙ্গাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়োর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে চালান করা হয়েছে।