গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনায় ২ জনের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 524
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ৩৯ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭ জন।
মৃত দুজন হলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম (৭৫) ও একই উপজেলার মদাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আকমল মন্ডলের ছেলে শাকিল মন্ডল (২২)। দুজনের মৃত্যু হয়েছে সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার আবু জালাল জানান, দুজনই জটিল রোগে আক্রান্ত ছিলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন কাফন সম্পন্ন হয়েছে।
Tag :

























