রুবেলের জন্য ভালোবাসা
- প্রকাশের সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৬৫১ জন সংবাদটি পড়েছেন
সৌমিত্র শীল ॥ সংবাদের পেছনে নিরন্তর ছুটে চলা রুবেলের স্বভাব। বলা যেতে পারে একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক রুবেল। করোনা সংক্রমণ শুরু হওয়ার পরও থেমে থাকেনি রুবেল। সংবাদের পেছনে ছুটে বেরিয়েছে এখানে ওখানে। একারণে দু একবার রুবেলকে সতর্কবার্তাও দিয়েছিলাম। তা সত্ত্বেও ছুটে চলেছে সে। তার পেশার সাথে আপোষ করতে রাজী নয়। আজ মঙ্গলবার রুবেলের করোনা পজিটিভ এসেছে।
রুবেলুর রহমান রুবেল কর্মরত আছেন বৈশাখী টিভি ও অনলাইন পোর্টাল জাগো নিউজ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি।
গত শনিবার তার জ্বর অনুভব হওয়ায় হাসপাতালে গিয়ে নমুনা দেন। মঙ্গলবার রিপোর্ট আসে পজিটিভ। আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো। ‘পজিটিভ’ শব্দটি এতো কষ্টদায়ক হতে পারে- তা বুঝতে পারিনি।
রুবেল বর্তমানে হোম আইসোলেশনে আছে। তার জন্য আমার দোয়া ও ভালোবাসা। দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদের পেছনে ছুটবে আমাদের রুবেল। সবার কাছে রুবেলের জন্য দোয়া চাই।