রাজবাড়ীতে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী ধরা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৪৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার ধলদি জয়পুর এলাকা থেকে শনিবার রাতে চারশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে একই উপজেলার নিমতলা এলাকার নুরু শেখের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি মো. ওমর শরিফ জানান, ধুলদি জয়পুর এলাকায় মাদক ব্যাবসায়ী আমিন শেখ মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা চারশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যপারে মাদক আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমিন শেখের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও মামলা রয়েছে।
Tag :