সাবেক এমপি খৈয়ম করোনা আক্রান্ত ॥ জেলায় আক্রান্ত বেড়ে ৮৪৪
- প্রকাশের সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৬৬৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীÑ১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম আইসোলেশনে আছেন। এদিকে জেলায় নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪৪ জন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শাহীন জানান, জ্বরসহ নানা উপসর্গ থাকায় রাজধানী ঢাকার একটি হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করান। শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। ঢাকার বাসায় হোম আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচেছন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ১৪ জুলাই তারিখে ৭৭ জনের নমুনা পাঠানো হয়। শানিবার প্রাপ্ত রিপোর্টে ৩০ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, পাংশায় দুইজন, গোয়ালন্দে দুইজন, বালিয়াকান্দিতে পাঁচজন ও কালুখালীতে দুইজন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৪ জন। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫২ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৫২ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন সাতজন।