রাজবাড়ীর বরাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৭০৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর থেকে বৃহস্পতিবার রাতে ২০৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল আলম রবিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে একই গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি ওমর শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয় । এসময় রবিউল আলম রবিন(৩২) নামক এক মাদক ব্যাবসায়ীকেআটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ শয়ন কক্ষের দক্ষিন পাশের কাঠের খাটের পশ্চিম পাশে তোষকের নিচ হইতে ২০৮(দুইশত আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে
Tag :