রাজবাড়ীতে ডিবির পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ২০৬৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের সুরাজ রাজধরের ছেলে বিকাশ রাজধর ও একই উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট এলাকার লোকমান শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী রেলস্টেশনের পাশে ফুলতলা এলাকা বিকাশকে আটক করে তার দেয়া তথ্যমতে রেলকলোনীর একটি ঘর থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে অপর একটি অভিযানে রাত সাতটার দিকে ধাওয়াপাড়া ঘাট এলাকা থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলিসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এরা দুজনেই নৌপথে চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে যুক্ত। এদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।