জামালপুর বাজারে মুদি দোকানে চুরি

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:47:07 pm, Thursday, 9 July 2020
- / 1315 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে এক মুদিখানার দোকানে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।
দোকানের মালিক আঃ বারেক শেখ বলেন, আমার জামালপুর বাজার কালী মন্দিরের নিকট মুদিখানার দোকান বুধবার রাতে বন্ধ করে বাড়ীতে চলে যাই। পাহাড়াদাররা এসে খবর দেয় দোকান চুরি হয়েছে। খবর পেয়ে এসে দেখি টিনের ঝাপ খুলে চোরেরা ভিতরে ঢুকে নগদ এক লক্ষ টাকা, সিগারেটসহ মোট এক লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
Tag :