বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৩৬৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া মোড় থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম, আকিদুল ইসলাম জিকু (৪২)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা মোল্যাপাড়া গ্রামের মোকারম মোল্যার ছেলে।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ বলেন, শুক্রবার বিকালে থানার এ,এস,আই ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাবনীপাড়া মোড় থেকে মাদক ব্যবসায়ী আকিদুল ইসলাম জিকুকে ৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এব্যাপারে এ,এস,আই ওয়াদুদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। শনিবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আকিদুল ইসলাম জিকুকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Tag :