কালুখালীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৭

- প্রকাশের সময় : 06:39:18 pm, Friday, 3 July 2020
- / 1702 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে সাদ্দাম হোসেন নামে এক যুবককে কবিরাজি চিকিৎসায় শারীরিক সমস্যা সমাধানের কথা বলে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। রাজবাড়ীর কালুখালী উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
সাদ্দাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ আলী, শিহাব শেখ, মিলন খান, চুন্নু সরদার, আলআমিন সরদার, শাহাবুদ্দিন শেখ ও সুমন ব্যাপারী। এদের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন গ্রামে।
কালুখালী থানা সূত্র জানায়, সাদ্দাম নামে ওই যুবকের সাথে মোহাম্মদ আলীর মোবাইল ফোনে পরিচয়। শারীরিক সমস্যা সমাধানের জন্য কবিরাজি চিকিৎসার জন্য সাদ্দামকে কালুখালী আসতে বলে। গত বুধবার সাদ্দাম কালুখালীর সোনাপুর বাসস্ট্যান্ডে এসে নামার পর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ভাইয়ের কাছে ৭৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি কালুখালী থানায় অবগত করে।
কালুখালী থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে। বৃহস্পতিবার ভোরের দিকে গোপালপুর এলাকা থেকে অপহৃত সাদ্দামকে উদ্ধার ও সাত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে চালান বরা হয়েছে। উদ্ধার সাদ্দামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।