Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রেড জোন ঘোষণা হতে পারে রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ড : করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / ১৬৮১ জন সংবাদটি পড়েছেন

 

জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমণে রাজবাড়ী ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। সদর উপজেলা এলাকার অবস্থা খুবই উদ্বেগজনক।   এ পরিস্থিতিতে পৌরসভা এলাকার ৩,৪ ও  ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে লকডাউনের দিকে যেতে পারে কর্তৃপক্ষ।

রাজবাড়ী জেলা সিভিল  সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ৪০৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার বিকেলে প্রাপ্ত রিপোর্টে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আগের দিন পজিটিভ ছিল আরও ২২ জনের। দুই দিনে পজিটিভ ৯৮ জনের মধ্যে সদর উপজেলাতেই ৮০ জন। বৃহস্পতিবারও পজিটিভ পাওয়া যায় ১৯ জনের।   এর মধ্যে সদর উপজেলা এলাকার রয়েছে ৮ জন।   সব মিলিয়ে জেলায় ৩২৭ জনের মধ্যে ১৬৯ জন সদর উপজেলা এলাকার।

গত ৩ দিনে আক্রান্তের সংখ্যা অত্যধিক হওয়ায় অনেকটাই আতঙ্কে রাজবাড়ী শহরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে তারা দাবি তুলেছে লক ডাউনের।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করার চিন্তা ভাবনা চলছে। এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি লিখে পাঠানো হবে। অনুমোদন পেলেই ঘোষণা দেয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সংক্রমণ বেশি হলেও পুরো এলাকা জুড়ে লকডাউনের দিকে যাওয়ার বাস্তব অবস্থা এখন নেই। মানুষের জীবন জীবীকার বিষয়টি চিন্তায় রাখতে হচ্ছে। তবে, সরকারের সিদ্ধান্তানুযায়ী, ১৪ দিনের মধ্যে কোনো এলাকায় সংক্রমণ বাড়লে সে এলাকাকে রেড জোন ঘোষণা করতে হবে। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেড জোন ঘোষণা হতে পারে রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ড : করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা

প্রকাশের সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

 

জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমণে রাজবাড়ী ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। সদর উপজেলা এলাকার অবস্থা খুবই উদ্বেগজনক।   এ পরিস্থিতিতে পৌরসভা এলাকার ৩,৪ ও  ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে লকডাউনের দিকে যেতে পারে কর্তৃপক্ষ।

রাজবাড়ী জেলা সিভিল  সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ৪০৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার বিকেলে প্রাপ্ত রিপোর্টে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আগের দিন পজিটিভ ছিল আরও ২২ জনের। দুই দিনে পজিটিভ ৯৮ জনের মধ্যে সদর উপজেলাতেই ৮০ জন। বৃহস্পতিবারও পজিটিভ পাওয়া যায় ১৯ জনের।   এর মধ্যে সদর উপজেলা এলাকার রয়েছে ৮ জন।   সব মিলিয়ে জেলায় ৩২৭ জনের মধ্যে ১৬৯ জন সদর উপজেলা এলাকার।

গত ৩ দিনে আক্রান্তের সংখ্যা অত্যধিক হওয়ায় অনেকটাই আতঙ্কে রাজবাড়ী শহরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে তারা দাবি তুলেছে লক ডাউনের।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করার চিন্তা ভাবনা চলছে। এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি লিখে পাঠানো হবে। অনুমোদন পেলেই ঘোষণা দেয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সংক্রমণ বেশি হলেও পুরো এলাকা জুড়ে লকডাউনের দিকে যাওয়ার বাস্তব অবস্থা এখন নেই। মানুষের জীবন জীবীকার বিষয়টি চিন্তায় রাখতে হচ্ছে। তবে, সরকারের সিদ্ধান্তানুযায়ী, ১৪ দিনের মধ্যে কোনো এলাকায় সংক্রমণ বাড়লে সে এলাকাকে রেড জোন ঘোষণা করতে হবে। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।