বালিয়াকান্দিতে সাড়ে ৫শ কর্মহীন পরিবার পেল খাদ্য সহায়তা

- প্রকাশের সময় : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / 371
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারুয়া ইউনিয়ন পরিষদে ৫শত ৪০টি পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ কার্যক্রম নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু দারদা। এসময় ট্রাগ অফিসার ও দারিদ্র বিমোচন কর্মকর্তা দেবাংশু কুমার, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মজিবর রহমান, বিল্লাল হোসেন, আবজাল হোসেন, আবু সাঈদ মোল্যা, রিনা বেগম, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, আঃ আলীমসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও নগদ ৪০ টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। বৃহস্পতিবার নারুয়া ইউনিয়নে, শুক্রবার ও শনিবার অন্য সব ইউনিয়নে বিতরণ করা হবে।