রাজবাড়ীতে ব্যবসায়ী শহীদ হত্যা মামলার অারো ২ অাসামী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৬৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কাজিপাড়া এলাকায় ইটভাটা ব্যবসায়ী শহীদ শেখ হত্যা মামলার এজাহার ভুক্ত ২ অাসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে সদর থানা পুলিশের ওসি স্বপন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার ব্যবসায়ী শহীদ শেখ হত্যা মামলা এজাহার নামীয় ৪নং অাসামী কাদের কাজীকে ২৩ জুন ভোর রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ও ১০ নং অাসামী মাঈনউদ্দিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। এছাড়া এ হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৪ জনসহ ৬ জনকে গ্রেফতার করেছেন এবং মামলার অন্যান্য অাসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত কাদের কাজী চরঅান্ধার মানিক এলাকার মৃত মকিম কাজীর ছেলে ও মাঈদউদ্দিন দয়ালবন্ধ এলাকার মৃত ফজের অালীর ছেলে।
উল্লেখ্য, গত ১৯ জুন খানখানাপুর কাজীপাড়া এলাকায় পাঁচুরিয়া খোলাবাড়ীয় এলাাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে ইটভাটা ব্যবসায়ী শহীদ শেখকে গুলি করে হত্যা করা হয়। পড়ে শহীদের ছোট ভাই দেলোয়ার হোসেন দিপু বাদী হয়ে সদর থানায় ১২ জনকে চিহিৃত করে একটি হত্যা মামলা দায়ের করেন।