রাজবাড়ীতে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ১০
- প্রকাশের সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৪৪১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সাংবাদিকসহ নতুন করে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩২ জন। মঙ্গলবার রাতে রাজবাড়ীর সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।
নতুন আক্রান্তের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা এলাকার নয়জন এবং কালুখালী উপজেলার একজন রয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত ১০ জুন তারিখে পাঠানো ৬০ জনের নমুনার মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ। মোট আক্রান্ত ১৩২ জনের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড১৯ ইউনিটে ভর্তি রয়েছেন ২৬ জন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন।
এদিকে মঙ্গলবার আক্রান্তদের মধ্যে দৈনিক যায়যায়দিন পত্রিকার কালুখালী প্রতিনিধি ফজলুর রহমান রয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ফজলুর রহমান জানান, তিনি সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে কয়েকদিন আগে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। এরপর একদিন শরীরে জ্বর আসে। ওই সময় স্থানীয় ডাক্তারের পরামর্শে তিনি নমুনা দেন।