Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

আলীপুরে ৭ পরিবার পেল টিউবয়েল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • / ১৩৪৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপ‌জেলার অালীপুর ইউ‌নিয়‌নের বারবাকপুর ও কা‌লিচরণ গ্রা‌মের ৭টি অসহায় প‌রিবা‌রের মা‌ঝে (পিঅার‌ডি‌পি-৩) প্রক‌ল্পের অাওতায় অগভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হ‌য়ে‌ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, অালীপুর ইউ‌পি  চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসীরা।অালীপুর ইউ‌পি চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, তি‌নি এক‌টি ম‌ডেল ইউ‌নিয়ন গ‌ড়ে তোলার ল‌ক্ষ্য এবং ইউ‌পির অসহায় ও দ‌রিদ্র‌দের জন্য সব কাজ করে চল‌ছেন। তারই ধারাবাহিকতায় দুই গ্রা‌মের ৭টি অসহায় প‌রিবা‌রের মা‌ঝে অগভীর নলকূপ (টিউবও‌য়েল) বিতরণ ক‌রে‌ছেন। এরঅা‌গেও অা‌রো ২১টি প‌রিবা‌রের মা‌ঝে টিউবও‌য়েল দি‌য়ে‌ছেন। এখন পর্যন্ত ২নং ওয়া‌র্ডে মোট ২৮টি টিউবও‌য়েল দি‌য়ে‌ছেন। শুধু টিউবও‌য়েল না, অসহায় দ‌রিদ্র‌দের জন্য সব ধর‌নের সহ‌যো‌গিতা অব্যাহত রাখ‌বেন বলেও তি‌নি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলীপুরে ৭ পরিবার পেল টিউবয়েল

প্রকাশের সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপ‌জেলার অালীপুর ইউ‌নিয়‌নের বারবাকপুর ও কা‌লিচরণ গ্রা‌মের ৭টি অসহায় প‌রিবা‌রের মা‌ঝে (পিঅার‌ডি‌পি-৩) প্রক‌ল্পের অাওতায় অগভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হ‌য়ে‌ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, অালীপুর ইউ‌পি  চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসীরা।অালীপুর ইউ‌পি চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, তি‌নি এক‌টি ম‌ডেল ইউ‌নিয়ন গ‌ড়ে তোলার ল‌ক্ষ্য এবং ইউ‌পির অসহায় ও দ‌রিদ্র‌দের জন্য সব কাজ করে চল‌ছেন। তারই ধারাবাহিকতায় দুই গ্রা‌মের ৭টি অসহায় প‌রিবা‌রের মা‌ঝে অগভীর নলকূপ (টিউবও‌য়েল) বিতরণ ক‌রে‌ছেন। এরঅা‌গেও অা‌রো ২১টি প‌রিবা‌রের মা‌ঝে টিউবও‌য়েল দি‌য়ে‌ছেন। এখন পর্যন্ত ২নং ওয়া‌র্ডে মোট ২৮টি টিউবও‌য়েল দি‌য়ে‌ছেন। শুধু টিউবও‌য়েল না, অসহায় দ‌রিদ্র‌দের জন্য সব ধর‌নের সহ‌যো‌গিতা অব্যাহত রাখ‌বেন বলেও তি‌নি জানান।