রাজবাড়ীতে ওসিসহ ৫ জন করোনা আক্রান্ত

- প্রকাশের সময় : 07:26:00 pm, Sunday, 7 June 2020
- / 1561 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর কালুখালী থানার ওসি কামরুল হাসানসহ নতুন করে আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জন। রোববার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন সূত্র জানায়, সর্বশেষ রাজবাড়ী জেলার ১২০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তার মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ। এছাড়া এর আগে পজিটিভ আসা দুজনের নমুনাও ফের পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কালুখালী থানার ওসি, পাংশার দুজন এবং বালিয়াকান্দি উপজেলা এলাকার চারজন রয়েছেন। নতুন আক্রান্তদের রাজবাড়ী সদর হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে কালুখালী থানার ওসি কামরুল হাসানের আক্রান্তের মধ্য দিয়ে এ থানার তিনজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
কালুখালী থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, থানার ওসি কামরুল হাসান কালুখালীর বোয়ালিয়ায় তার ভাড়া বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে কীনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা সতর্কতা অবলম্বন করে আমাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছি।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, আমরা শুরু থেকেই সতর্কতা অবলম্বন করে চলছি। ক্লাস্টার ভাগ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে কালুখালী থানার ২১ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে দুজনের পজিটিভ আসে। থানার ওসি কামরুল হাসানের শ্বশুর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শ্বশুরকে দেখতে গিয়েছিলেন। শ্বশুরবাড়ি থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন।