Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পুকুর লিজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • / ১৪৬৭ জন সংবাদটি পড়েছেন

 

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলো একই ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের ফজেল মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল, চাঁদ আলীর ছেলে মধু সরদার, আব্দুস সামাদের ছেলে  সবুজ, উম্বার মন্ডলের ছেলে পলাশ মন্ডল ও আফসার মোল্লার ছেলে সরিত মোল্লা। এদের মধ্যে ফরহাদ ও মধু গুলিবিদ্ধ। বাকীরা ধারালো অস্ত্রের আঘাতে আহত।  আহতদের মধ্যে পলাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তারা হলো সাহেব আলী, বশির ও মোবারক।

এলাকাবাসী সূত্রে  জানা গেছে, গঙ্গাপ্রসাদপুর গ্রামে মালিকানাবিহীন একটি পুকুরে রয়েছে। প্রতি বছর পুকুরটি লিজ দেয়া হয়। লিজের টাকা স্থানীয় কবরস্থান, মসজিদ ও মন্দিরের কাজে ব্যবহৃত হয়। পুকুরটির কোনো মালিকানা না থাকায় গঙ্গাপ্রসাদপুর কবরস্থান কমিটি লিজ দিয়ে থাকে। কিছুদিন আগে কবরস্থান কমিটির সভাপতি মৃত্যুবরণ করায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন রবিউল ইসলাম। তিনি এবছর এলাকার বশিরকে পুকুরটি লিজ দেন। এনিয়ে এলাকার হেলাল নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হন। বুধবার রাতে হেলাল ও বশির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও তারা সেখানেই অবস্থান করছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মামলারও প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পুকুর লিজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৩

প্রকাশের সময় : ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০

 

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলো একই ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের ফজেল মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল, চাঁদ আলীর ছেলে মধু সরদার, আব্দুস সামাদের ছেলে  সবুজ, উম্বার মন্ডলের ছেলে পলাশ মন্ডল ও আফসার মোল্লার ছেলে সরিত মোল্লা। এদের মধ্যে ফরহাদ ও মধু গুলিবিদ্ধ। বাকীরা ধারালো অস্ত্রের আঘাতে আহত।  আহতদের মধ্যে পলাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তারা হলো সাহেব আলী, বশির ও মোবারক।

এলাকাবাসী সূত্রে  জানা গেছে, গঙ্গাপ্রসাদপুর গ্রামে মালিকানাবিহীন একটি পুকুরে রয়েছে। প্রতি বছর পুকুরটি লিজ দেয়া হয়। লিজের টাকা স্থানীয় কবরস্থান, মসজিদ ও মন্দিরের কাজে ব্যবহৃত হয়। পুকুরটির কোনো মালিকানা না থাকায় গঙ্গাপ্রসাদপুর কবরস্থান কমিটি লিজ দিয়ে থাকে। কিছুদিন আগে কবরস্থান কমিটির সভাপতি মৃত্যুবরণ করায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন রবিউল ইসলাম। তিনি এবছর এলাকার বশিরকে পুকুরটি লিজ দেন। এনিয়ে এলাকার হেলাল নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হন। বুধবার রাতে হেলাল ও বশির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও তারা সেখানেই অবস্থান করছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মামলারও প্রস্তুতি চলছে।