বালিয়াকান্দিতে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে নানা উদ্যোগ
- প্রকাশের সময় : ০৬:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৪৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বুধবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন জলাশয় পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, পোনা অবমুক্ত কার্যক্রম উদ্বোধন, বৃক্ষরোপণ ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ইউনিয়নের ইকোরচর চন্দনা নদীর তীরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলিমুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মুস্তারিনা আফরোজ, ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ প্রমুখ।
এর আগে এলাকায় খননকৃত মরা চন্দনা নদীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করা হয়।