কালুখালীতে নিখোঁজের ১ দিন পর পাটখেত থেকে শিশুর লাশ উদ্ধার

- প্রকাশের সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 665
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগীবাড়ি গ্রামে নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে পাটখেত থেকে সিয়াম মোল্লা (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে একই গ্রামের শফিক মোল্লার একমাত্র ছেলে। স্থানীয় নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে পাট খেতে ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পরও ফিরে না আসায় এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে এলাকার লোকজন বাড়ি থেকে একশ গজ দূরে বিশাল ওই পাটখেতে দুই ভাগে ভাগ হয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাট খেতের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। তার গলায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে এলাকাবাসী। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মা সালমা বেগম পাগল প্রায়। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠছে আকাশ। নিহত সিয়ামের বাবা শফিক মোল্লা ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরী করেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন।
কালুখালী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।