সড়ক দুর্ঘটনয় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:44:51 pm, Sunday, 24 May 2020
- / 1353 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া নামক স্থানে রোববার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল রানা (৩৫) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার আখের আলীর ছেলে। গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে, রোববার সকালে গোয়ালন্দ থেকে মোটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়িকেত যাচ্ছিলেন। আফড়া অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গান্ধিমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন
Tag :