রাজবাড়ীতে গ্রামীণ মজুরদের সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন

- প্রকাশের সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৪৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া গ্রামীণ ক্ষেতমজুরসহ দুই কোটি পরিবারের বিনামূল্যে তিন মাসের খাদ্যসামগ্রী, চিকিৎসা প্রদান এবং স্থায়ী পল্লী রেশনিং ব্যবস্থাসহ ১০ দফা দাবিতে বুধবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী জেলা শাখা।
সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন আবুল কালাম, আব্দুস সাত্তার, ধীরেন্দ্রনাথ দাস, কমলাকান্ত চক্রবর্তী, আলিফ শেখ প্রমুখ। পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারাবিশ্বের মত বাংলাদেশও আজ করোনা ভাইরাসের ভয়াবহতায় আক্রান্ত। বর্তমান পরিস্থিতিতে ক্ষেতমজুরসহ দিন এনে দিন খাওয়া গ্রামীণ ম জুররা অবর্ণনীয় সংকটে আছেন। গ্রামীণ মজুরদের বাঁচাতে আপনার প্রয়োজনীয় উদ্যোগের জন্য ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ঐতিহ্যবাহী সংগঠন ১০ দফা দাবি জানাচ্ছে।