রাজবাড়ীতে বকেয়া বেতন বোনাসের দাবিতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৩৯৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন। শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তৃতা করেন হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু প্রমুখ।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে রাজবাড়ীর সকল হোটেল রেন্টুরেন্ট ও মিষ্টি বেকারী বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পরেছে শ্রমিকেরা। যে কারনে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এমনকি হোটেল মালিকরা কোন প্রকার বকেয়া বেতনও পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন ও ঈদ বোনাস সেই সাথে সরকারীভাবে ত্রাণের আবেদন জানান তারা।
Tag :