Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে রেক্টিফাইড স্পিরিট পানে দুজনের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • / ১৪৮৯ জন সংবাদটি পড়েছেন

 

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মঙ্গলবার রেক্টিফাইড স্পিরিট পানে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা মিঠু (৪০) ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৭০)।

জানা গেছে, ইউসুফ  আলী রাজবাড়ী রেল স্টেশন এলাকায় ফুটপাতে কলা বিক্রি করতেন। মিঠু রেল স্টেশনে পান সিগারেট বিক্রি করতেন। তারা বেশ কিছুদিন ধরেই স্থানীয় একটি হোমিও দোকান থেকে স্পিরিট সংগ্রহ করে পান করতেন। সোমবার সন্ধ্যার তারা স্পিরিট পান করে যে যার বাড়ি যান। ভোরের দিকে ইউসুফ বাড়িতেই মারা যান। অপরদিকে মিঠু বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, এলকোহল জাতীয় পদার্থ পান করার কারণে মিঠুর মৃত্যু হয়েছে। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি তিনি  খোঁজ নিয়ে দেখছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রেক্টিফাইড স্পিরিট পানে দুজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০

 

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মঙ্গলবার রেক্টিফাইড স্পিরিট পানে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা মিঠু (৪০) ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৭০)।

জানা গেছে, ইউসুফ  আলী রাজবাড়ী রেল স্টেশন এলাকায় ফুটপাতে কলা বিক্রি করতেন। মিঠু রেল স্টেশনে পান সিগারেট বিক্রি করতেন। তারা বেশ কিছুদিন ধরেই স্থানীয় একটি হোমিও দোকান থেকে স্পিরিট সংগ্রহ করে পান করতেন। সোমবার সন্ধ্যার তারা স্পিরিট পান করে যে যার বাড়ি যান। ভোরের দিকে ইউসুফ বাড়িতেই মারা যান। অপরদিকে মিঠু বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, এলকোহল জাতীয় পদার্থ পান করার কারণে মিঠুর মৃত্যু হয়েছে। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি তিনি  খোঁজ নিয়ে দেখছেন।