দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের ভিড় লেগেই আছে॥ বাড়ছে করোনা ঝুঁকি

- প্রকাশের সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / 478
জনতার আদালত অনলাইন : লকডাউন অপেক্ষা করে আজও ঢাকামুখি ও ঘরমুখি হচ্ছে শতশত যাত্রী। এসময় দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাটে যাত্রীদের ভিড় দেখা যায়। গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করছে। এতে করে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ইতিমধ্যে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ৬ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ৬টি ফেরি সচল রয়েছে। কিন্ত পল্টুনে ফেরি আসার পূর্বে শতশত যাত্রী, মটরসাইকেল ও ভাড়ায় চালিত প্রাইভেটকার-মাক্রোবাস উপস্থিত হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য ২টি রোরো (বড়) এবং ৪টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে। রাতে পণ্যবাহী ট্রাক বৃদ্ধি হলে ফেরিও বৃদ্ধি করা হয়। এই সুযোগে অবাদে যাত্রী নদী পারাপার হচ্ছে। তিনি বলেন, যাত্রী পারাপার নিয়ন্ত্রন করেন ঘাট ইজারাদার।