বালিয়াকান্দিতে ৮ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:48:30 pm, Monday, 11 May 2020
- / 1514 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন রোকসানা বেগম (১৮) নামে এক গৃহবধূ। তিনি একই উপজেলার গোসাইগোবিন্দপুর গ্রামের শরিফুল শেখের স্ত্রী। এঘটনায় শরিফুল শেখ গত মঙ্গলবার বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, গত ৩ মে রোববার গৃহবধূ রোকসানা বেগম বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর ফিরে যাননি। তার স্বামী শরিফুল শেখ সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িতে অনেক খুঁজেও তাকে না পেয়ে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, সাধারণ ডায়েরি করার পর তারা তাদের আইনী প্রক্রিয়া অনুসরণ করে সাম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন। বিভিন্ন থানায় গৃহবধূর ছবি ও শারীরিক বৃত্তান্ত দিয়ে মেসেজ পাঠানো হয়েছে। তারা গৃহবধূকে সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছেন।
Tag :