এবার দেবগ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়ার খেতের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা
- প্রকাশের সময় : ০৬:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৬২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : এবার গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়ার খেতের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। শনিবার জেলা, উপজেলা ও ইউনিয়নের অর্ধ শতাধিক নেতাকর্মী ধান কাটা কর্মসূচীতে অংশ নেন।
করোনা ভাইরাস প্রকোপে কৃষিশ্রমিক সংকটে পড়ায় বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপির সার্বিক তত্বাবধানে ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক এর পরামর্শে গত কয়েক সপ্তাহ যাবৎ রাজবাড়ী জেলার অসহায় কৃষকদের খেতের ধান কেটে দিচ্ছেন কৃষকলীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের উদ্দ্যোগে দেবগ্রাম ইউনিয়নের তেনাপেচা গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়ার ২ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন গোয়ালন্দউপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মোমিন, সদস্য সচিব,হাবিবুর রহমান পৌর যগ্ম আহবায়ক এস এম তুষার সহ ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।