রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৪৬২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি বাবু মন্ডলকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের বিশু মন্ডলের ছেলে।
জানা গেছে, গত ২২ মার্চ তারিখে বাবু মন্ডল প্রতিবেশি এক শিশুকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই দিনই রাজবাড়ী সদর থানায় বাবু মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই পলাতক ছিল বাবু মন্ডল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আসামি বাবু মন্ডলকে তারা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বাবু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।