রাজবাড়ীতে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:13:58 pm, Saturday, 25 April 2020
- / 1464 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। এসব পণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার সকালে টিসিবির ডিলার সদর উপজেলার খানখানাপুর আজাদ ট্রেডার্স রাজবাড়ী প্রধান সড়কে ভোক্তাদের মাঝে প্রতি কেজি সয়াবিন তেল ৮০ টাকা, মশুর ডাল ৫০ টাকা, চিনি ৫০ টাকা, খেজুর ১২০ টাকা ও পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করে। এছাড়া ৭৭০ টাকা প্যাকেজেও পণ্য বিক্রি করা হয়।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহীনুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ সেনা সদস্যদের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
Tag :