Dhaka 10:12 pm, Monday, 20 March 2023

রাজবাড়ীতে ৭শ পরিবারকে খাদ্য সহায়তা দেবে রেড ক্রিসেন্ট

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:24:15 pm, Wednesday, 22 April 2020
  • / 1314 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে বুধবার শ্রমজীবী কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে সাত কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও পাঁচশ গ্রাম সুজি।
সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ।
রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানান, জেলার সাতশ অসহায় পরিবারকে পর্যায়ক্রমে তারা খাদ্য সহায়তা দেবেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৭শ পরিবারকে খাদ্য সহায়তা দেবে রেড ক্রিসেন্ট

প্রকাশের সময় : 07:24:15 pm, Wednesday, 22 April 2020

জনতার আদালত অনলাইন॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে বুধবার শ্রমজীবী কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে সাত কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও পাঁচশ গ্রাম সুজি।
সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ।
রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানান, জেলার সাতশ অসহায় পরিবারকে পর্যায়ক্রমে তারা খাদ্য সহায়তা দেবেন।