Dhaka ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • / ১৩৩৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজধানীর আশুলিয়ায় সোমবার সকালে করোনার প্রাদুভাবে কর্মহীন হয়ে পড়া রিকশা চালক ও নির্মান শ্রমিক সহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রায় তিন শতাধিক নারী পুরুষ ত্রানের দাবীতে মানববন্ধন করেছে। আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের ইউনিক বাসস্টান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের দাবী সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
চালকেরা জানান, করোনার প্রভাবে সারা দেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে আশুলিয়ার রিকশা চালক ও দিনমুজুর শ্রেনীর মানুষেরা। এ অবস্থায় বেশিরভাগ মানুষের দিন অনাহারে অর্ধাহারে কাটছে। একদিকে কাজ নেই, অন্যদিকে ঘরে খাবার নেয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগেই আমাদের না খেয়ে মরার অবস্থা তৈরী হয়েছে।
রিকশা চালক স্বপন বলেন, আমার ঘরে যে খাবার ছিলো তা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ বন্ধ। আমাদের কে খাওয়াবে ? এখন পর্যন্ত সরকারী বা বেসরকারী কোনও সাহায্য সহযোগিতা আমরা পাইনি। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। দ্রুত তাদের খাদ্য নিশ্চিত করবার জন্য সরকারের নিকট দাবী জানান তারা।
মানববন্ধনে অন্যানের মধ্যে অংশ নেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ও আশুলিয়ার সভাপতি খাইরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুঞ্জু, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নবী আল কবির প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আশুলিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজধানীর আশুলিয়ায় সোমবার সকালে করোনার প্রাদুভাবে কর্মহীন হয়ে পড়া রিকশা চালক ও নির্মান শ্রমিক সহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রায় তিন শতাধিক নারী পুরুষ ত্রানের দাবীতে মানববন্ধন করেছে। আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের ইউনিক বাসস্টান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের দাবী সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
চালকেরা জানান, করোনার প্রভাবে সারা দেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে আশুলিয়ার রিকশা চালক ও দিনমুজুর শ্রেনীর মানুষেরা। এ অবস্থায় বেশিরভাগ মানুষের দিন অনাহারে অর্ধাহারে কাটছে। একদিকে কাজ নেই, অন্যদিকে ঘরে খাবার নেয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগেই আমাদের না খেয়ে মরার অবস্থা তৈরী হয়েছে।
রিকশা চালক স্বপন বলেন, আমার ঘরে যে খাবার ছিলো তা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ বন্ধ। আমাদের কে খাওয়াবে ? এখন পর্যন্ত সরকারী বা বেসরকারী কোনও সাহায্য সহযোগিতা আমরা পাইনি। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। দ্রুত তাদের খাদ্য নিশ্চিত করবার জন্য সরকারের নিকট দাবী জানান তারা।
মানববন্ধনে অন্যানের মধ্যে অংশ নেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ও আশুলিয়ার সভাপতি খাইরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুঞ্জু, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নবী আল কবির প্রমুখ।