সাংবাদিক ইমরানের বাবার ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৬:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৩৮৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইনঃ বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের বাবা অাব্দুল জলিল (৯২) অসুস্থ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ….. রাজিউন)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহ রেখে গেছেন।
অাব্দুল জলিল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের বাসিন্দা এবং সে মাছরাঙ্গা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের বাবা।
ইমরান হোসেন মনিম জানান, তার বাবা অাজ কয়েকদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিক ও হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। অাজ সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবা বৃদ্ধ হলেও বট গাছের মত ছায়া দিতেন । অাজ থেকে অার সে ছায়া পাবেন না। তাদের গ্রামের বাড়ীতে বিকাল ৩টায় জানাজা শেষে তার বাবাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানান