রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৪৭৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়াÑকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া নামক স্থানে রোববার দুপুরে ট্রাকÑঅটোরিক্সা সংঘর্ষে সরস্বতী রানী (৫০) নামে এক নারী নিহত ও সাতজন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারী রাজবাড়ীর পাংশা উপজেলার হাটবনগ্রামের বাসিন্দা। আহত নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, যাত্রীবাহী অটোরিক্সাটি গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকটির সাথে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক শওকত আলী জোয়র্দার জানান, ঘটনার পরপরই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
Tag :