পাংশায় অস্ত্রগুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৫৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকা থেকে বুধবার সন্ধ্যায় অস্ত্রগুলিসহ হত্যা মামলার আসামি তোসেম শেখকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের আকবর শেখের ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড গুলি।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি পাংশা উপজেলার হাটবনগ্রামে সংঘটিত কাজল হত্যা মামলার অন্যতম আসামি তোসেম চরমপন্থী সংগঠনের সাথেও জড়িত। এব্যাপারে অস্ত্র আইনে তার বিরুদ্ধে পাংশা থানায় মামলা হয়েছে। আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
Tag :