মরা মুরগি রেস্তোরায় সরবরাহ ॥ পোল্ট্রি মালিক আরজুকে ৫০ হাজার টাকা জরিমানা

- প্রকাশের সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / 605
জনতার আদালত অনলাইন ॥ মরা, অসুস্থ ও ব্যধিগ্রস্ত মুরগী ড্রেসিং করে রেস্তোরায় সরবরাহের অভিযোগে রাজবাড়ী পোল্ট্রি ফার্মের মালিক আরজু রহমানকে ভোক্তা অদিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত আরজু রাজবাড়ী শহরতলীর ধুঞ্চী গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্যানিটারী কার্যালয় এ অভিযান চালায়।
রাজবাড়ী স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক জানান, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুরে অবস্থিত রাজবাড়ী পোল্ট্রি ফার্মে মরা, অসুস্থ ও ব্যধিগ্রস্ত মুরগী ড্রেসিং করে বিভিন্ন রেস্তোরায় সরবরাহ করতো। এখবর পেয়ে সোমবার অভিযান চালিয়ে পোল্ট্রি ফার্ম থেকে ড্রেসিং করা চার বস্তা মুরগী জব্দ করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় পোল্ট্রি ফার্মের মালিক আরজুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।