রাজবাড়ীতে স্বেচ্ছাশ্রমে স্যানিটাইজার ও মাস্ক তৈরি করছে ৪ স্বেচ্ছাসেবী

- প্রকাশের সময় : 07:29:00 pm, Monday, 23 March 2020
- / 1656 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য রাজবাড়ীতে স্যানিটাইজার ও মাস্ক তৈরি করছেন চারজন স্বেচ্ছাসেবী। তারা হলেন রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, তার মেয়ে শায়লা তাবাসসুম নেওয়াজ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি কবি নেহাল আহমেদ ও অ্যক্রোবেটিক প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক।
কর্মসূচীর অন্যতম উদ্যোক্তা কবি নেহাল আহমেদ জানান, দেশের এ ক্রান্তিকালে একজন নাগরিক হিসেবে আমাদের কিছু করা দরকার। এবিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়ার পর বেশ সাড়া পান। নিজেরা টাকা দিয়ে এপর্যন্ত একশটি স্যানিটাইজার তৈরি করেছেন। এটি তৈরির সূত্র দিয়েছেন রাজবাড়ী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মাইনুর রশিদ। এছাড়া মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার রাত জেগে নিজে ঘরে বসে একশটি মাস্ক তৈরি করেছেন। তাদের লক্ষ্য অন্ততঃ ১০ হাজার স্যানিটাইজার ও মাস্ক তৈরি। বিভিন্ন জায়গা থেকে সাড়া পাচ্ছেন। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অনেকে।
রাজবাড়ী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মাইনুর রশিদ জানান, স্যানিটাইজার তৈরির যে সূত্র তিনি দিয়েছেন তা বিজ্ঞনসম্মত।