Dhaka ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চালককে নৃশংসভাবে হত্যার পর অটোরিক্সা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / ১৫৪৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ফারুক তালুকদার নামে এক অটোরিক্সা চালককে গলা কেটে নৃশংসভাবে হত্যার পর তার অটোরিক্সাটি ছিনতাইয়ের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহত ফারুক রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণদিয়া অটোরিক্সা চালক সমিতির উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জেলার সর্বস্তরের অটোরিক্সা চালক, নিহতের স্ত্রী চুমকি, ছয় বছরের মেয়ে ফারজানা, তিন বছরের মেয়ে লিজা, দুই বছরের ছেলে আমানতসহ স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেয়া নিহত ফারুকের বড় ভাই হাসেম তালুকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফারুকের নাবালক তিনটি সন্তান রয়েছে। অটোরিক্সা চালিয়ে কোনমতে সংসার চালাতো। সেই ছিল সংসারের অবলম্বন। ফারুকের মৃত্যুতে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। অনিশ্চিত হয়ে পড়েছে তার তিন সন্তানের ভবিষ্যৎ। তিনি নৃশংস এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অন্যদের মাঝে বক্তৃতা করেন ফারুকের ছোট ভাই মো. হাবিব তালুকদার, ব্রাম্মণদিয়া অটোবাইক সমিতির প্রচার সম্পাদক মো. ওয়াসিম, শ্রমিক নেতা মো. সজল, মোক্তার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ মার্চ সকালে ফারুক বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বেরিয়ে আর ফেরেননি। ওইদিন রাত ১০টার দিকে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর কোতোয়ালী থানার ঈশানগোপালপুর ইউনিয়নের ফতেপুর থেকে ফারুকের গলাকাটা লাশ উদ্ধার করে কোতোয়ালী থানার পুলিশ। নিহতের স্বজন ও পুলিশের ধারণা, ফারুককে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিক্সাটি ছিনতাই করেছে।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, এব্যাপারে নিহত ফারুকের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। খুব শীগগীরই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চালককে নৃশংসভাবে হত্যার পর অটোরিক্সা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ১০:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

জনতার আদালত অনলাইন ॥ ফারুক তালুকদার নামে এক অটোরিক্সা চালককে গলা কেটে নৃশংসভাবে হত্যার পর তার অটোরিক্সাটি ছিনতাইয়ের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহত ফারুক রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণদিয়া অটোরিক্সা চালক সমিতির উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জেলার সর্বস্তরের অটোরিক্সা চালক, নিহতের স্ত্রী চুমকি, ছয় বছরের মেয়ে ফারজানা, তিন বছরের মেয়ে লিজা, দুই বছরের ছেলে আমানতসহ স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেয়া নিহত ফারুকের বড় ভাই হাসেম তালুকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফারুকের নাবালক তিনটি সন্তান রয়েছে। অটোরিক্সা চালিয়ে কোনমতে সংসার চালাতো। সেই ছিল সংসারের অবলম্বন। ফারুকের মৃত্যুতে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। অনিশ্চিত হয়ে পড়েছে তার তিন সন্তানের ভবিষ্যৎ। তিনি নৃশংস এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অন্যদের মাঝে বক্তৃতা করেন ফারুকের ছোট ভাই মো. হাবিব তালুকদার, ব্রাম্মণদিয়া অটোবাইক সমিতির প্রচার সম্পাদক মো. ওয়াসিম, শ্রমিক নেতা মো. সজল, মোক্তার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ মার্চ সকালে ফারুক বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বেরিয়ে আর ফেরেননি। ওইদিন রাত ১০টার দিকে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর কোতোয়ালী থানার ঈশানগোপালপুর ইউনিয়নের ফতেপুর থেকে ফারুকের গলাকাটা লাশ উদ্ধার করে কোতোয়ালী থানার পুলিশ। নিহতের স্বজন ও পুলিশের ধারণা, ফারুককে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিক্সাটি ছিনতাই করেছে।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, এব্যাপারে নিহত ফারুকের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। খুব শীগগীরই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।