বালিয়াকান্দিতে দুস্থ নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা
- প্রকাশের সময় : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫০০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারী উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নারী উন্নয়ন ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ দিনব্যাপী আয়বর্ধক হস্তশিল্প প্রশিক্ষণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন দুস্থ নারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছে। কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন নারী উন্নয়ন ফোরামের জেলা সমন্বয়কারী কারিবুর ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হাসিবুল ইসলাম, রবিউল ইসলাম, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি এসএম রাহাত হোসেন ফারুক, সাধারণ সম্পাদক সোহেল রানা, ফিল্ড সুপার ভাইজার আজমল হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির কর্মকর্তা মুন্সী মো. ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ছয় হাজার ও ফরিদপুর জেলায় ছয় হাজার দুস্থ অসহায় নারীকে দুই বছর মেয়াদী প্রতিটি ব্যাচে ৩০জন করে ১০দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ, ১০দিনব্যাপী বিউটি পার্লার প্রশিক্ষণ, পাঁচ দিনব্যাপী ব্লক বুটিক প্রশিক্ষণ, পাঁচ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ, ১০দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে দুস্থ ও অসহায় নারীরা হাতে কলমে শিক্ষা গ্রহণের পর নিজেরা সাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন।