Dhaka ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৬৪৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি
শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সর্বসম্মতভাবে উম্মে কুলসুম স্মৃতিসহ ছয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে যোগ্য ও জনপ্রিয় এবং জয়লাভে সক্ষমদেরই প্রার্থী করা হয়েছে।
সন্ধ্যায় যৌথ সভা শুরু হলে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন এবং চসিক নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় দল থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন মনোনয়নপ্রত্যাশীরা।
পরে যৌথ সভার বিরতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। তার বক্তব্য শেষে আবারও যৌথ সভা শুরু হলে পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চসিক নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে ঢাকা-১০ আসনটি শূন্য হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনূস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সরকারদলীয় সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে শূন্য হওয়া বগুড়া-১ ও ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শূন্য হওয়া যশোর-৬ আসনের উপনির্বাচন এবং মেয়াদ উত্তীর্ণের পথে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আজ রোববার তফসিল ঘোষণা করা হবে।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাইবান্ধা-৩ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি

প্রকাশের সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০

জনতার আদালত অনলাইন ॥ গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি
শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সর্বসম্মতভাবে উম্মে কুলসুম স্মৃতিসহ ছয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে যোগ্য ও জনপ্রিয় এবং জয়লাভে সক্ষমদেরই প্রার্থী করা হয়েছে।
সন্ধ্যায় যৌথ সভা শুরু হলে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন এবং চসিক নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় দল থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন মনোনয়নপ্রত্যাশীরা।
পরে যৌথ সভার বিরতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। তার বক্তব্য শেষে আবারও যৌথ সভা শুরু হলে পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চসিক নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে ঢাকা-১০ আসনটি শূন্য হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনূস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সরকারদলীয় সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে শূন্য হওয়া বগুড়া-১ ও ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শূন্য হওয়া যশোর-৬ আসনের উপনির্বাচন এবং মেয়াদ উত্তীর্ণের পথে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আজ রোববার তফসিল ঘোষণা করা হবে।