গুরুত্বপূর্ণ সংবাদ:
অবৈধ পাচারকালে ৭২টি এন্ড্রয়েড ফোন জব্দ করেছে রাজবাড়ী ডিবি পুলিশ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / 477
জনতার আদালত অনলাইন ॥ অবৈধ পাচারকালে রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকা থেকে ২০ লাখ টাকা মূল্যের ৭২টি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে। এ ঘটনারয় আতিয়ার রহমান রঞ্জু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
রোববার বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পূর্বাশা যাত্রীবাহি পরিবহনের বাসের যাত্রী আতিয়ার রহমান রঞ্জুর কাছে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ৭২ টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
Tag :