Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কেকেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৪১৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন । ।
রাজবাড়ী ইয়াছিন স্কুল মার্কেটের ২য় তলায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর উদ্যোগে “কেকেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার” উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজবাড়ী জেলার পিছিয়ে পড়া প্রান্তিক ও দরিদ্র পরিবারের তরুণ তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর ঐতিহ্যবাহী বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এই আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “কেকেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার” উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। কেকেএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার চৌধুরী, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিভিন্ন এনজিও নির্বাহী প্রধানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কেকেএস নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কেকেএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণগনণার প্রারম্ভে তার লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও দারিদ্র পরিবারকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে একটি সুশিক্ষিত ও সুদক্ষ জাতি গঠনের কোন বিকল্প নেই। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দক্ষ জাতি গঠন এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মধ্যম আয়ের দেশ বিনির্মাণের মূল লক্ষ্য। কেকেএস রাজবাড়ী জেলায় বসবাসরত পিছিয়েপড়া সকল তরুণ তরুণীর দক্ষতা অর্জনের মাধ্যমে জীবিকা অন্বেষনের যে দোয়ার উন্মোচন করেছে আমি তার জন্য কেকেএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সভাপতির বক্তব্যে ফকীর আব্দুল জব্বার বলেন, নদীভাঙন কবলিত দরিদ্রতম অঞ্চল হিসেবে আমাদের এ জেলা অনেক অনুন্নত। দরিদ্র মানুষের আয়ের খাত সীমিত। কর্মের সুযোগ তৈরি না করলে দরিদ্র পরিবারের তরুণ তরুণীরা আগামী দিনে আরো বেশী বেকার হয়ে পড়বে। মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কেকেএস দক্ষ জনশক্তি তৈরির এই কর্মসূচি হাতে নিয়েছে। কেকেএস এ জেলার আশাহত মানুষের স্বপ্ন সঞ্চারে প্রতিনিয়ত বদ্ধ পরিকর। সেই লক্ষ্যেই ১৯৮৫ সাল থেকে অনবরত কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেকেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

জনতার আদালত অনলাইন । ।
রাজবাড়ী ইয়াছিন স্কুল মার্কেটের ২য় তলায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর উদ্যোগে “কেকেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার” উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজবাড়ী জেলার পিছিয়ে পড়া প্রান্তিক ও দরিদ্র পরিবারের তরুণ তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর ঐতিহ্যবাহী বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এই আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “কেকেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার” উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। কেকেএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার চৌধুরী, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিভিন্ন এনজিও নির্বাহী প্রধানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কেকেএস নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কেকেএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণগনণার প্রারম্ভে তার লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও দারিদ্র পরিবারকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে একটি সুশিক্ষিত ও সুদক্ষ জাতি গঠনের কোন বিকল্প নেই। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দক্ষ জাতি গঠন এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মধ্যম আয়ের দেশ বিনির্মাণের মূল লক্ষ্য। কেকেএস রাজবাড়ী জেলায় বসবাসরত পিছিয়েপড়া সকল তরুণ তরুণীর দক্ষতা অর্জনের মাধ্যমে জীবিকা অন্বেষনের যে দোয়ার উন্মোচন করেছে আমি তার জন্য কেকেএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সভাপতির বক্তব্যে ফকীর আব্দুল জব্বার বলেন, নদীভাঙন কবলিত দরিদ্রতম অঞ্চল হিসেবে আমাদের এ জেলা অনেক অনুন্নত। দরিদ্র মানুষের আয়ের খাত সীমিত। কর্মের সুযোগ তৈরি না করলে দরিদ্র পরিবারের তরুণ তরুণীরা আগামী দিনে আরো বেশী বেকার হয়ে পড়বে। মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কেকেএস দক্ষ জনশক্তি তৈরির এই কর্মসূচি হাতে নিয়েছে। কেকেএস এ জেলার আশাহত মানুষের স্বপ্ন সঞ্চারে প্রতিনিয়ত বদ্ধ পরিকর। সেই লক্ষ্যেই ১৯৮৫ সাল থেকে অনবরত কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।